হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ফার্নিচার কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ফার্নিচার কারখানা ও গুদামে আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে কারখানাটির দুজন সহকারী জহির ও শামীম আহত হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সকালে সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় একটি আসবাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না এলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর জানায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনের ঘটনায় দুজন আহত হয়েছেন এমন খবর পাওয়া গেছে। তবে আগুনে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি জানিয়েছেন কারখানা মালিক এম এ হানিফ। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

কারখানার মালিক এম এ হানিফ বলেন, ‘আমার কারখানায় প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানায় উৎপাদনের পাশাপাশি উৎপাদিত আসভাবপত্র তৈরি শেষে পাশের একটি গুদামঘরে মজুত করা হতো। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার কারখানায় দুজন সহযোগী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা