Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো যানবাহনের দীর্ঘ সারি

প্রতিনিধি, রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি রয়েছে। তবে দুপুরের মধ্যেই দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা সব যানবাহন নদী পারাপার হয়ে যাবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা। 

আজ শুক্রবার ভোর ৬টা থেকে নতুন করে লকডাউন শুরু হলেও এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহনের সারি দেখা যায়।

কুষ্টিয়া থেকে ঢাকামুখী ছাদ্দাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি, এখন সকাল ৯টা বাজে। ফেরিতে উঠতে আরও এক ঘণ্টা সময় লাগবে। 

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো ঘাট পারাপারের জন্য যানবাহনের দীর্ঘ সারিবৃষ্টি নামে আরেক যাত্রী বলেন, ‘রাত থেকে ঘাট পার হওয়ার অপেক্ষায় রয়েছি। প্রচণ্ড গরম ও অতিরিক্ত যাত্রীর চাপে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে আমার ছোট বাচ্চাটা সারা রাত কান্নাকাটি করেছে। লকডাউনের কারণে ঈদের ছুটি শেষ না করেই ঢাকা ফিরতে হচ্ছে।’

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৪টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে সময় লাগছে বেশি। এ জন্য ঘাটে যানবাহনের সারি তৈরি হয়েছে। তবে দুপুরের মধ্যে ঘাট পারের অপেক্ষায় কোনো গাড়ি আর থাকবে না। অপরদিকে, আজ লকডাউন শুরু হওয়ার পর নতুন করে কোনো যানবাহন ঘাটে আসছে না বলেও জানান তিনি।

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭

হিযবুত তাহরীরের ১৭ সদস্য ৫ দিনের রিমান্ডে

মাগুরার শিশুটিকে নেওয়া হলো সিএমএইচে

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলে দেরিতে অ্যাকশনের ব্যাখ্যা দিলেন ডিএমপি কমিশনার

রিমান্ড শেষে আবার কারাগারে সালমান-মামুন

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

প্রেসক্লাবের ভেতর সাশ্রয়ী মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি

৪ বছরের শিশু ধর্ষণকালে ১৩ বছরের কিশোর আটক

সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের মৃত্যুবার্ষিকী পালিত

মোহাম্মদপুর-উত্তরা থেকে নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৪ সদস্য গ্রেপ্তার