দৌলতদিয়া ফেরিঘাটে এখনো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি রয়েছে। তবে দুপুরের মধ্যেই দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা সব যানবাহন নদী পারাপার হয়ে যাবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা।
আজ শুক্রবার ভোর ৬টা থেকে নতুন করে লকডাউন শুরু হলেও এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহনের সারি দেখা যায়।
কুষ্টিয়া থেকে ঢাকামুখী ছাদ্দাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি, এখন সকাল ৯টা বাজে। ফেরিতে উঠতে আরও এক ঘণ্টা সময় লাগবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৪টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে সময় লাগছে বেশি। এ জন্য ঘাটে যানবাহনের সারি তৈরি হয়েছে। তবে দুপুরের মধ্যে ঘাট পারের অপেক্ষায় কোনো গাড়ি আর থাকবে না। অপরদিকে, আজ লকডাউন শুরু হওয়ার পর নতুন করে কোনো যানবাহন ঘাটে আসছে না বলেও জানান তিনি।