কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী অভিযানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোবারক হোসেন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত পুলিশ সদস্য পাকুন্দিয়া থানায় কর্মরত। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরফরাদী এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। আটক দুজন হলেন—উপজেলার চরফরাদী এলাকার জাহিদ (২৩) ও আতিকুল্লাহ (৫৫)। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু।
পুলিশ জানায়, শনিবার রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল উপজেলার চরফরাদী এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। চরফরাদী এলাকার একটি রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেল থামিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মোবারক হোসেন মাথাসহ শরীরের অন্যান্য স্থানে গুরুতর জখম হন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘আহত পুলিশ সদস্য এখন ভালো আছেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’