হোম > সারা দেশ > ঢাকা

‘৫১ কোটি ডিম আমদানি পোলট্রি শিল্পকে ধ্বংস করবে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ছয়টি বড় প্রতিষ্ঠান ৫১ কোটি ডিম আমদানির পরিকল্পনা করে পোলট্রি শিল্পকে ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রান্তিক ডিলারদের খামারি সংগঠন ‘বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন’। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার। তিন জানান, এরই মধ্যে ডিম আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁরা আবেদন করেছেন। এটি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে যাবে। তাই সরকারের এই দুই মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, তারা যাতে এই আমদানির অনুমতি না দেয়। তিনি আরও দাবি করেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়ে এরই মধ্যে ১ লাখ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। আর নতুন করে ডিম আমদানি করা হলে এবং পোলট্রি খাদ্যের দাম বাড়তে থাকলে ৪০ থেকে ৫০ লাখ লোক বেকার হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে সুমন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘পোলট্রির খাবার ও বাচ্চার দাম বাড়িয়ে এবং প্রতারণার মাধ্যমে সিন্ডিকেট করে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে করপোরেট কোম্পানিগুলো।’

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট থেকে পোলট্রি সেক্টরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া, ডিম আমদানির অনুমতি না দেওয়া, পোলট্রি খাদ্যের ওপর সরকারি ভর্তুকি দেওয়া, পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত খামার মালিকদের প্রণোদনা দেওয়া।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মজুমদারসহ অন্যরা। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য