গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লির মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ স্বাস্থ্যসেবা দেন।
উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করে।
আজ মঙ্গলবার বেলা ১১ থেকে যৌনপল্লির পাশে অবস্থিত বেসরকারি সংগঠন পায়াকট বাংলাদেশ চত্বরে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়। রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের কনসালট্যান্ট (সার্জারি) ডা. ফাইম চৌধুরী সনি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. মিঠুন সরকার এবং আইসিডিডিআর, বির শিশু বিশেষজ্ঞ ডা. মো. নাসির উদ্দীন।
উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ডক্টর এবিএম আসিফ কিবরিয়া বলেন, ‘ডিআইজি হাবিবুর রহমান সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছেন। এখানকার যৌনজীবী ও তাঁদের শিশুদের জন্যও দীর্ঘদিন ধরে নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে এ ফাউন্ডেশন থেকে। এর অংশ হিসেবে আজকে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প থেকে শতাধিক নারী ও শিশু সেবা গ্রহণ করে। অচিরেই এখানে বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক এনে এ ধরনের আরও ক্যাম্প করা হবে।’