নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার পাটুয়াটুলীতে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর কমান্ডার ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, রাত ৯টা ৩৮ মিনিটে পুরান ঢাকার পাটুয়াটুলীর ঘি পট্টির একটি প্রেসে আগুনের খবর পান তারা। রাত ৯টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।