সাভারে ১২ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন ভূমি অফিসের জমিতে নির্মাণ করা অবৈধ পাকা ও টিনশেড স্থাপনা ভেঙে দেওয়া হয়।
আজ রোববার বিকেলে সাভারের ফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
এই ৮৫ শতাংশ জমির আনুমানিক দাম ১২ কোটি টাকার চেয়ে কিছু বেশি। খাসজমি উদ্ধারে অভিযানে পরিচালনা অব্যাহত থাকবে। এ ছাড়া ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।