হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কাশিমপুর থানার জিতার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যান জব্দ করতে পারলেও চালক পালিয়েছেন। 

নিহতের নাম আফসার আহমেদ (৫৫)। তিনি রংপুরের পীরগাছা এলাকার চালুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম। তিনি বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আফসার আহমেদ আজ দুপুরে মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে নিজের মোটরসাইকেলে করে স্থানীয় ভূমি অফিসে যান। সেখানে কাজ শেষে পুনরায় মোটরসাইকেল করে মাদ্রাসায় ফিরছিলেন। পথে জিতার মোড় এলাকায় পৌঁছালে ডিবিএল কোম্পানির বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাঁকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য