হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষানবিশ পাইলটকে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে বাসায় ফেরার পথে এস কে ফয়সাল অমি নামে এক শিক্ষানবিশ পাইলটকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ দুটি চাকু উদ্ধার করা হয়।

আজ রোববার সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। পরে দুপুরে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুজন (২৮), মো. আশিক (২৫) ও রাকিবুল হাসান (১৮)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থান করছিলেন। সুজনের বিরুদ্ধে সাভার থানায় মাদকসহ পাঁচটি মামলা ও আশিকের বিরুদ্ধে একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। 

ভুক্তভোগী ফয়সাল অমি (২৮) সাভারের শাহীবাগ এলাকার বাসিন্দা। রাজধানীর নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি। এর আগে ৫ অক্টোবর রাত ৩টার দিকে সাভার পৌর এলাকার রাজাশন জি কে গার্মেন্টসের সামনে ছিনতাইয়ের শিকার হন ভুক্তভোগী।  

সে সময় অজ্ঞাতনামা চার ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে ভুক্তভোগীকে জিম্মি করার পাশাপাশি ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, ছিনতাইয়ের ঘটনার পরদিন ৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। সর্বশেষ গতকাল শনিবার রাতে এ ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে সাভারের মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

এবার ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার আনিসুল

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

সেকশন