হোম > সারা দেশ > ঢাকা

পুকুরে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে আবুল হোসেন (৬০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়া দীপক দেবনাথের বাড়িসংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আবুল হোসেনের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আবুল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আবুল। গত রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হরপাড়া এলাকার এক ব্যক্তির ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেননি আবুল হোসেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও আবুল হোসেনের সন্ধান পাচ্ছিলেন না তাঁর স্বজনেরা। আজ দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দেখে মনে হচ্ছে, তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন