হোম > সারা দেশ > ঢাকা

পুকুরে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে আবুল হোসেন (৬০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়া দীপক দেবনাথের বাড়িসংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আবুল হোসেনের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আবুল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আবুল। গত রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হরপাড়া এলাকার এক ব্যক্তির ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেননি আবুল হোসেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও আবুল হোসেনের সন্ধান পাচ্ছিলেন না তাঁর স্বজনেরা। আজ দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দেখে মনে হচ্ছে, তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী