গোপালগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৪: ৩৩
প্রতীকী ছবি

গোপালগঞ্জে নিখোঁজের ১০ দিন পর অয়েস করুনী খান (৩০) নামের এক ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ‌। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলির পোদ্দারের চরের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অয়েস করুনী খান সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ নভেম্বর ভ্যান নিয়ে অয়েস করুনী খান বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে ২৭ নভেম্বর নিহতের ভাই জাহাঙ্গীর খান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা পোদ্দারের চরের ডোবার মধ্যে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যায় ডোবা থেকে লাশটি উদ্ধার করে। নিহতের ভাই জাহাঙ্গীর খান তার পরনের মাফলার দেখে অয়েস করুনীকে শনাক্ত করেন। তাঁকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।