হোম > সারা দেশ > ঢাকা

সাফল্যর গল্পে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সম্ভাবনার শক্তি’ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ শুক্রবার উৎসবমুখর আমেজে কেটেছে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। এই দিনের সব আয়োজনের কেন্দ্রে ছিল সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্পের উপস্থাপনা, মানবশক্তির প্রতি সম্মাননা জানানো এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান। 

হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে ‘আবেদ ভাই: জীবনদর্শন ও আশার জয়’ তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এই তথ্যচিত্রে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনদর্শন এবং ব্র্যাকের প্রতিষ্ঠাকাল থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ার গল্প উঠে এসেছে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সাফল্যের দেখা পাওয়া ৫০ জন মানুষের ছবি দেখতে দেখতে শেষ হয় এই অভিজ্ঞতা। ‘ইমারসিভ এক্সপেরিয়েন্স’ ব্যবহার করে তথ্যচিত্র দেখার সুযোগ বাংলাদেশে এবারই প্রথম আয়োজন করা হয়েছে। 

বিভিন্ন কর্মশালা, প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনটি। এই দিনের অন্যতম আকর্ষণ ছিল হস্ত ও কুটিরশিল্প কারিগরদের সফলতার গল্প নিয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের পরিবেশনা। ব্র্যাকের ক্ষুদ্রঋণ নিয়ে আজ যাঁরা সফল উদ্যোক্তা, তাঁদের দিনবদলের গল্প উঠে আসে এ সময়। 

দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণমূলক নানা কর্মশালা; যেখানে শিশু, তরুণসহ সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলার জগৎ, আরবান গার্ডেনিং, রোবোবাইটস আর রিকশা পেইন্টিংয়ের কর্মশালাগুলোতে অংশ নেওয়ার জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করেছিলেন আগ্রহীরা। 

পুরো দিন জুড়ে উৎসব প্রাঙ্গণ ছিল শিশু, কিশোর, তরুণ, যুবাসহ নানা বয়সের মানুষের পদচারণায় মুখর। ব্র্যাকের বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানের নানা আয়োজনে দর্শনার্থীরা অংশ নিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭