হোম > সারা দেশ > ঢাকা

বার কাউন্সিল নির্বাচন: আ. লীগ ১০, বিএনপি ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে সাতটি সাধারণ আসনের মধ্যে আওয়ামী সমর্থক সাদা প্যানেল থেকে চারজন ও বিএনপি সমর্থক নীল প্যানেল থেকে তিনজন বিজয়ী হয়েছেন। আর গ্রুপ আসনে সাদা প্যানেল থেকে ছয়জন এবং নীল প্যানেল থেকে একজন বিজয়ী হন।

সাধারণ আসনে সাদা প্যানেলের সাঈদ আহমেদ রাজা সর্বোচ্চ ১৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ১৭ হাজার ৯৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সাদা প্যানেলের সৈয়দ রেজাউর রহমান। ১৬ হাজার ৮৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাদা প্যানেলের মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল। ১৬ হাজার ৮১১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ১৫ হাজার ৯৬৫ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ১৫ হাজার ২৭ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন সাদা প্যানেলের মো. রবিউল আলম বুদু। আর ১৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে সপ্তম হয়েছেন নীল প্যানেলের জয়নুল আবেদীন।

গ্রুপ আসনে সাদা প্যানেলের বিজয়ীরা হলেন-আব্দুল বাতেন, মো.জালাল উদ্দিন খান, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, আনিছ উদ্দিন আহমেদ সহিদ, মো. একরামুল হক এবং মো. আব্দুর রহমান। এ ছাড়া নীল প্যানেল থেকে গ্রুপ আসনে বিজয়ী হয়েছেন এ এস এম বদরুল আনোয়ার। 

এর আগে গত ২৫ মে সারা দেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপি সমর্থক নীল প্যানেলের বিজয়ী প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ল’রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। খোকন বলেন, কোথায় কোথায় অনিয়ম হয়েছে সে বিষয়ে বার কাউন্সিলের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি