একেক সময় একেক ছদ্মনাম ব্যবহার করে গৃহকর্মীর কাজ নিয়ে টাকা ও গয়না লুটে নিতেন বিলকিস নামের এক নারী। গত ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তিনি নুরজাহান নাম ব্যবহার করে গৃহকর্মী হিসেবে হাতিরঝিল থানার দিলু রোড এলাকার বাসিন্দা মনোয়ার আলীর বাসায় কাজ নেন। নিয়োগের ৩ দিনের মাথায় তিনি মনোয়ার আলীর স্ত্রীকে অজ্ঞান করে টাকা ও গয়না লুটে নেন।
মনোয়ার আলী পরে জানতে পারেন, ঘটনার দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১১টার মধ্যে স্ত্রী রেজিনা রহমানকে (৫৫) বাসায় একা পেয়ে বাসায় থাকা সাড়ে ৪ লাখ টাকা, একটি স্বর্ণের বালা, একটি স্বর্ণের চামচ নিয়ে পালিয়ে যান নুরজাহান ও তাঁর এক সহযোগী। ভুক্তভোগী মনোয়ার আলী হাতিরঝিল থানায় মামলা করেন।
ওই মামলার দায়িত্ব থানা–পুলিশ থেকে পিটিআইএর ওপর ন্যস্ত হওয়ার পর খোঁজ মেলে ছদ্মবেশী নুরজাহানের। বেরিয়ে আসে তাঁর আসল নাম বিলকিস।
বিলকিসকে গ্রেপ্তারের পর পিবিআই জানায়, পেশাদার চক্রের সদস্য তিনি। একেক বাসায় একেক নামে গৃহকর্মীর কাজ নিতেন তিনি। এরপর সুযোগ বুঝে নগদ টাকা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে পালিয়ে যেতেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁও ৬০ ফিট এলাকার পিবিআই (ঢাকা মেট্রো-উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, গৃহপরিচারিকা সেজে বাসায় কাজ নিয়ে সুযোগ বুঝে কৌশলে গৃহকর্ত্রীকে অজ্ঞান করে বাসার নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের সদস্য নূরজাহান। তিনি মোসা. বিলকিস বেগম, কনা, রুজিনা ও নুরজাহান (৪০) নামে একাধিক বাসায় চুরি বা লুট করেছে।
গতকাল বুধবার রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ দল। তাঁর স্বামীর বাড়ি ময়মনসিংহে ধোবাউড়ায় হলেও এখনো তিনি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন বাবার বাড়ি জামালপুর মেলান্দহ রুকনাই গ্রামকে।
বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পাশের বাসার দারোয়ান গোলাম মোস্তফার সহযোগিতায় ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ভুক্তভোগী মনোয়ারের নিউ ইস্কাটনের বাসায় কাজ নেয় নুরজাহান। মামলার বাদী সরল বিশ্বাসে ধূর্ত নুরজাহানকে তাঁর বাসায় কাজ করার জন্য প্রতি মাসে ৬ হাজার টাকা বেতনে নিয়োগ দেন। এর তিন দিন পরই চুরির ঘটনা ঘটে।
মামলা নথিভুক্ত হওয়ার পর হাতিরঝিল থানার এসআই রহমত উল্লাহ রনির ওপর তদন্তভার অর্পিত হয়। তিনি তদন্ত শেষে মামলার ঘটনায় বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। হাতিরঝিল থানা-পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে বাদীর না-রাজির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
এরপর সে মামলা তদন্ত করছিল ঢাকা মেট্রো (উত্তর)। পিটিআইএর তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম মামলার মূল রহস্য উদ্ঘাটন, বিভিন্ন বাসা–বাড়িতে কাজের মহিলা সেজে কৌশলে বাসার লোকজনকে অজ্ঞান করে সুযোগ বুঝে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের সদস্যদের শনাক্তকরণসহ গ্রেপ্তারে একটি টিম গঠন করেন। এরই ধারাবাহিকতায় গতকাল গ্রেপ্তার হন নুরজাহান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ সুপার জাহাঙ্গীর বলেন, নুরজাহান ঢাকা শহরের বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ নেওয়ার সময় ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরজাহান নিউ ইস্কাটনের ওই বাসায় নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার কথা এবং হাতিয়ে নেওয়া স্বর্ণালংকার ডিএমপি ঢাকার খিলক্ষেত থানা এলাকা এবং জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার কথা স্বীকার করেছেন।
পিবিআই (ঢাকা মেট্রো-উত্তর) প্রধান বলেন, ঢাকা মহানগর এলাকার বিভিন্ন বাসায় একই কৌশলে ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছে। পিবিআই অনুসন্ধানে জানতে পেরেছে নুরজাহানের নামে রাজধানীর শেরে বাংলা নগর থানা, ভাটারা থানা, উত্তরা পশ্চিম থানায় মোট চারটি চুরির মামলা রয়েছে।
শেরে বাংলা নগর থানার উল্লেখিত মামলায় আসামি বিলকিস নামে সোহেলের বাসা থেকে ৪০ হাজার টাকা, ভাটারা থানায় মামলায় রুজিনা (৩৮) নামে অজ্ঞাত ঠিকানা ব্যবহারে ভুক্তভোগী সিদ্দিকুর রহমানের বাসা হতে নগদ ১০ লাখ টাকা ও আনুমানিক তিন ভরি ওজনের বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার লুট করেন। উত্তরা পশ্চিম থানার মামলায় কনা ভুক্তভোগী মুশফিক ইসলামের বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও সোয়া ৫ লাখ মূল্যের স্বর্ণালংকার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ তিন থানার মামলার ঘটনায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে সংশ্লিষ্ট থানা–পুলিশ। যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
পেশাদার এ প্রতারক নারীর পেছনে আরও কেউ রয়েছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার জাহাঙ্গীর বলেন, পিবিআই ঢাকা মেট্রোতে (উত্তর) তদন্তাধীন হাতিরঝিল থানার মামলায় লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ তাঁর সঙ্গে আরও কারও যোগসাজশ রয়েছে কিনা তা জানতে রিমান্ড চেয়ে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।