হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর থানার ওসির অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আজকের পত্রিকা ডেস্ক­

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েক দিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। হঠাৎ করে এলাকায় ছিনতাই ও নানা অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি এলাকাবাসীর। ফলে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করে থানার সামনে যান তাঁরা।

এ সময় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন বিক্ষুব্ধরা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থানীয়রা।

ইশতিয়াক সজীব নামের এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। অলিতে গলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যরা দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে।

আরেক বাসিন্দা ইসমাইল পাটওয়ারী বলেন, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থাকার পরও একের পর এক ঘটনা ঘটছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। প্রায়ই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়। তাই মোহাম্মদপুর থানার ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।

স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে। পুরো মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে মোহাম্মদপুর থানার ওসিকে দ্রুত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম বেঁধে দেয়। এর মধ্যে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করেন স্থানীয়রা।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য