হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ডিবি প্রধান দাবি করেন, আটকের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টারসে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট, বোমা তৈরির সরঞ্জামসহ নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে আরও ৯ জনকে আটক করা হয়। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট এবং গানপাউডার মজুত করা হয়েছিল। এসব গান পাউডার দিয়ে ২০০ টির বেশি ককটেল বানানো যেত। এ ছাড়া ২০টি ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে। 

আগামী ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তাঁরা রাষ্ট্রবিরোধী, সংবিধান, দেশ বিরোধী কাজ করছেন বলে উল্লেখ করেন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭