টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি গামছা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম আহমেদ নৌকা মার্কায় পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট। অপরদিকে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম মিঞা অটল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট।
আজ বুধবার টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাসাইল পৌরসভার ১০টি কেন্দ্রে বিরতীহীনভাবে ভোট গ্রহণ হয়। এই পৌরসভার ১৮ হাজার ৪৩৭ জন ভোটারে মধ্যে ১৩ হাজার ৭৪৬ জন ইভিএমের মধ্যমে ভোট প্রদান করেন। ২৯টি ভোট বাতিল হয়েছে। ভোট কাস্টিং এর শতকরা হার ৭৫ শতাংশ।
এবারের নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে বিজয়ী করার জন্য সংগঠনের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে গামছা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারাভিযান চালানোর ফলে ক্ষমতাসিন দলেন প্রার্থীদেরকে পরাজিত করা সম্ভব হয়েছে।