হোম > সারা দেশ > ঢাকা

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দালাল ধরল দুদক

মাদারীপুর প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম এমদাদ হাওলাদার (৫০)। তিনি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ভাড়া থাকেন।

দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের আনাগোনা বেড়েছে। এমন সংবাদ পেয়ে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। দালাল এমদাদ হাওলাদার পাসপোর্ট করে দেবেন তাই এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাসপোর্ট অফিস ও এর আশপাশে এমন কাজ আর করবেন না শর্তে এমদাদকে তাঁর স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তা ছাড়া হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে এমন অভিযান অব্যাহত থাকবে।’

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ জন নিহত: তদন্ত প্রতিবেদনে উঠে এল দুর্ঘটনার পাঁচ কারণ

সালমান-আনিসুলসহ নতুন মামলায় ১০ গ্রেপ্তার, মামুন-জ্যাকবসহ রিমান্ডে ৪

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ৫, স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীপুরে সিসা তৈরির কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে নারী নিহত

জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে কৃষক আহত

কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে ৩ শিক্ষককে অব্যাহতি

আবারও রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ