শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু তালেব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বেজগাঁও স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের বেজগাঁও বাস স্ট্যান্ডে ‘গাংচিল পরিবহন’ নামে একটি বাস যাত্রী ওঠানোর জন্য হঠাৎ পার্কিং করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ওই বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর থানা–পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে। পরে হাসাড়া হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’