হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

ফাইল ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় একটি আবাসিক হোটেলে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে আবাসিক হোটেল পারাবতের ৯০৫ নম্বর কক্ষ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ওই ব্যক্তির পরিবারের মাধ্যমে খবর পেয়ে আবাসিক হোটেলটিতে গিয়ে রুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।’

তিনি আরও বলেন, ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামে। তিনি মাঝেমধ্যেই ঢাকায় আসতেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে ওঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন