হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানায় হামলা ও অস্ত্রলুট, ৩০ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাত ৩০ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

হামলায় আড়াইহাজার থানা, গোপালদী তদন্তকেন্দ্র, কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর, লুটপাট এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বাদী জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এ সময় তাদের একটি দল থানায় হামলা চালায়। পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব ভাঙচুর ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

লুটপাটের সময় থানা, তদন্তকেন্দ্র ও ফাঁড়ি থেকে প্রায় ১২৯টি শটগান, চায়নিজ রাইফেল, পিস্তল, গ্যাস গান লুট করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুটকৃত অস্ত্র ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়ে হয়েছিল। নির্ধারিত সময় শেষে এখন অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য