নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে এবার মামলা হয়েছে। বিবাদী করা হয়েছে তাঁর সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিকসহ পাঁচজনকে।
আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে মামলাটি করেন সাবেক এমপি এইচএম গোলাম রেজা ও তাঁর স্ত্রী জিন্নাতুল নাহার শিমু।
আদালত মামলার গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
মামলার বিবাদীরা হলেন, বিদিশা সিদ্দিক, শাহাতা জারাব এরশাদ, এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ ও মো. এরিক এরশাদ।
এছাড়া মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপি (এসবি), ডিএমপির পুলিশ কমিশনার, উপ–পুলিশ কমিশনার, পুলিশ সুপার (ইমিগ্রেশন), গুলশান থানার ওসিকেও বিবাদী করা হয়েছে।
মামলার আর্জিতে বলা হয়েছে, এরিক বিদিশার গর্ভজাত নয়। এ ছাড়া বারিধারায় অবস্থিত হুসেইন মুহম্মদ এরশাদের উল্লিখিত ফ্ল্যাটটি বিদিশা ও এরিক অবৈধভাবে দখলে নিয়েছেন।