ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে শিগগিরই মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের সংযুক্ত সেবা শুরু করা হবে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. খলিলুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি একথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান।
রেজিস্ট্রেশন-মিউটেশন সিস্টেমের আন্তসংযোগ সমন্বয়ের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রারসহ ও ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের জন্য এ বিষয়ে ‘এক্সেস টু ল্যান্ড ডাটা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল উপস্থিত ছিলেন।
ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, স্মার্ট ভূমিসেবার সফল বাস্তবায়ন করতে হলে জরিপ, নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয়পূর্ণভাবে একই তালে কাজ করতে হবে।
সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা ও বলিষ্ঠ নেতৃত্বে গতবছর ভূমি নিবন্ধন ব্যবস্থাপনার সঙ্গে ভূমি নামজারি ব্যবস্থার আন্তসংযোগের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে ভূমি সেটেলমেন্ট ও জরিপ ব্যবস্থাপনাও এর আওতায় আনা হচ্ছে।
এ ব্যবস্থায় আলাদাভাবে তিনটি সিস্টেমে প্রবেশ না করে, সিস্টেমে একবার লগইন করেই ৩টি সেবা পাওয়া সম্ভব হবে। ফলে মিউটেশন থেকে সরাসরি খতিয়ান যাচাই, মিউটেশনের সঙ্গে-সঙ্গে হোল্ডিং নম্বর প্রদান ও ভূমি উন্নয়ন কর নির্ধারণ সম্ভব হবে। এ ছাড়া ভূমিসেবার সকল তথ্যও কলের মাধ্যমে জানানোর ব্যবস্থাও থাকছে।