হোম > সারা দেশ > ঢাকা

জল্লাদ শাহজাহান ৩২ বছর কারাভোগের পর মুক্ত হয়ে করলেন বিয়ে, আবার জড়ালেন মামলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। 

জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু। 

মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন। 

তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।

গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।

শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। 

জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭