নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর ব্যবস্থা নেওয়া হলে সেই তথ্য ১৮ সেপ্টেম্বরের মধ্যে গুগল ডকসে ফরমের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও ইভালুয়েশন উইং) মো. আমির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। সে অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও বলা হয়, মাউশি অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না অথবা কোনো ব্যবস্থা নেওয়া হলে তার তথ্য ১৮ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর জন্য বলা হলো।