হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মধ্য রাতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে তাঁর মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন বলেন, ‘গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হোন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের শফিকের ছেলেসহ তার বাহিনী এ হামলা চালিয়েছে।’ 

হামলার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘ইকাবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে। আমার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিল। ওইটাকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে সে।’ 

তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, ‘আমার ছেলে এমন কিছুই করেনি। এটা মিথ্যা।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন