Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দেশ গঠনে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 

দেশ গঠনে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: গণশিক্ষা উপদেষ্টা
ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বক্তব্য দিচ্ছেন গণশিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের কোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বে মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। আর এ বাংলাদেশ প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেনারেল পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাছীহুর রহমান। এরপর অতিথিরা সশস্ত্র বাহিনী দিবস ২০০৪ উপলক্ষে কেক কাটেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য এবং সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ দলের আটজন সদস্য উপস্থিত ছিলেন।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল