Ajker Patrika
হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর ইজতেমা ময়দানের প্রবেশপথে পড়ে ছিল যুবকের লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর ইজতেমা ময়দানের প্রবেশপথে পড়ে ছিল যুবকের লাশ

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের ৭ নম্বর প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ওই যুবকের বাঁ হাতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরনে কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে।

অস্থায়ী দোকানি লালন মিয়া বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের এই প্রবেশপথ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পাশেই তুরাগ পরিবহনের স্টেশন রোড ডিপো রয়েছে। রাতে সড়কবাতি না থাকায় জায়গাটি থাকে অন্ধকার। সকাল ১০টার দিকে ময়দানের প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠানো হয়। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মৃত ওই যুবকের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফার্মগেটে হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

উত্তরায় ৬২ লাখ টাকার নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২

রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জন গ্রেপ্তার

চকবাজারে দুই প্রতিষ্ঠানের বেবি পাউডারে আড়াই হাজার গুণ বেশি হাইড্রোকুইনোন, ক্যানসারের ঝুঁকি

বাসে আচার খাইয়ে যাত্রীকে অচেতন, অজ্ঞান পার্টির ৫ সদস্যকে পিটুনি

উত্তরায় মাইক্রোবাসে ২৯৮ বোতল ফেনসিডিল, দুজন গ্রেপ্তার

যাত্রাবাড়ীর রসুলপুরে ৭ দিন ধরে নেই গ্যাস, চরম ভোগান্তি

চেক প্রতারণায় এক কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মাহান্নান করিম গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান সাথী

মেনন-গাজী-আতিক-পলক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার