কোটা সংস্কারের এক দফা দাবিতে চলছে আন্দোলন। আজ শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
আগামীকাল শনিবার সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়–কলেজ ও ৬৪ জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন করা হবে এবং সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।
এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান করেন তাঁরা। পরে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ হয়।
এদিকে কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ চলাকালে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), কুমিল্লা বিশ্ববাদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।