Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চট্টগ্রামের ঘটনার কারণে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করলেন চলচ্চিত্রকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের ঘটনার কারণে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করলেন চলচ্চিত্রকর্মীরা
ফাইল ছবি

চট্টগ্রামের ঘটনার কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছেন চলচ্চিত্রকর্মীরা। একাডেমির খসড়া আইনে চলচ্চিত্রকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ বুধবার এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ছিল। এখন কর্মসূচির পরিবর্তে তাঁরা একাডেমি বরাবর স্মারকলিপি দেবেন।

চলচ্চিত্র নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌয়ের ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘গতকাল (২৬ নভেম্বর) চট্টগ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা ২৭ নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেটে আমাদের “প্রতিবাদী অবস্থান” কর্মসূচি আপাতত স্থগিত করছি। পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বরাবর আমাদের দাবির প্রেক্ষিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল ব্যক্তির পক্ষে স্মারকলিপি দেওয়া হবে।’

সেখানে আরও বলা হয়, ‘জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের ঐক্য, নাগরিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বজায় রাখতে আমরা ফিল্ম কমিউনিটি অঙ্গীকারবদ্ধ। বর্তমান পরিস্থিতির দ্রুত কার্যকর সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করছি।’

তাঁরা জানিয়েছেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অবশ্যই স্বতন্ত্র ও কার্যকর চলচ্চিত্র বিভাগ রাখার দাবিতে আমরা অনড় থাকব। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা নিরসনে শিল্পকলা এবং শিল্প হিসেবে সিনেমার একসঙ্গে পথ চলা জরুরি। আমাদের সচেতন সাংস্কৃতিক কার্যক্রমই একটি কাণ্ডজ্ঞানসম্পন্ন ও সংবেদনশীল সমাজ গড়তে পারে।’

পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ে স্মারকলিপি দেবেন এবং পরবর্তী কার্যক্রম ঘোষণা করবেন তাঁরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের খসড়ায় আগের ‘নাট্যকলা ও চলচ্চিত্র’ উপবিভাগ থেকে কেটে চলচ্চিত্র অংশটুকু বাদ দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিবৃতি দিয়েছেন। তাঁদের দাবি, বাদ নয়, শিল্পকলায় আলাদা চলচ্চিত্র বিভাগ করতে হবে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল