হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-কাদেরসহ ১০৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় আহসান কবির শরিফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১০৩ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে নিহত শরিফের বাবা মো. হুমায়ুন কবির মাস্টার (৬১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। তিনি গতকাল বলেন, আজ শুক্রবার রাতে মামলা রুজু হয়েছে। 

মামলায় এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বেলা ৩টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সানারপাড় পিডিকে পাম্পের সামনে ১, ২ ও ৩ নম্বর আসামির (শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের) নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলি বাদী মো. হুমায়ুন কবিরের ছেলের বুকের মাঝখানে বিদ্ধ হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ছেলের বন্ধুর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আরিফ, রাকিব, জনি, রজ্জবসহ অজ্ঞাতনামা পথচারীদের সহায়তায় তাঁকে চিকিৎসার জন্য সানারপাড়ের ইস্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শরিফকে মৃত ঘোষণা করেন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন