নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধের পর ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
গতকাল শুক্রবার দিবাগত রাতে বক্তাবলী ফেরিঘাট-সংলগ্ন নদীর পূর্ব পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলীর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ময়না খান (৩০), একই জেলার কামারগাঁও গ্রামের বাবুল হক (৫৫), মাদারীপুরের শিবচর এলাকার আরাফাত হাওলাদার (৩০), একই এলাকার সোজাত হাওলাদার (৪০), ফরিদপুরের সদরপুর এলাকার হারুন ব্যাপারী (৫৫), একই জেলার হৃদয় খান (২১), ঢাকার দোহার এলাকার শাহ আলম (৫০), ফরিদপুরের মদুকালী এলাকার শাহ জাহান (৫২)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে রামদা, শাবল, কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান।
পুলিশের তিনটি গুলি নিক্ষেপের পর ডাকাতেরা নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। আটজনকে আটক করলেও ৪-৫ জন সদস্য পালিয়ে গেছে। ডাকাত দলের ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় দুজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বক্তাবলীর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক নান্নু বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলেই তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ফতুল্লা থানা-পুলিশ। কাল রোববার এই রিমান্ডের শুনানি হবে।