হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনের মুখে স্বেচ্ছায় অবসরে যেতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীর আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান। 

আজ মঙ্গলবার সংস্থার মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই আবেদন করেন তিনি। মেয়র দেশে না থাকার কারণে আবেদনের বিষয়টি মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। 

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন ৬ আগস্ট থেকেই ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামেন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। নানা দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, অযোগ্যতা ও অসহযোগিতার কারণে করপোরেশনের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়ার অভিযোগ এনে আন্দোলনে নামেন তাঁরা। এই সময়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অফিসেও আসেননি। টানা ছয় দিন আন্দোলনের মুখে অবশেষে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করলেন।

অবসরের বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছি। বিষয়টি যেহেতু জরুরি, তাই মেয়র দেশে না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’ 

এদিকে কয়েক শ কর্মকর্তা ও কর্মচারীরা আজ সকাল সাড়ে ৯টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের দোতলায় সংস্থার প্রধান নির্বাহীর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে অপসারণ করতে তাঁরা প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠি দিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন