বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, ‘ঘরবাড়ি ভাঙা বা আগুন দেওয়ার হুকুম দিয়ে কেউ রেহাই পাবেন না। যাঁরা এই কাজ করবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। আমরা শান্তিতে বাস করতে চাই। এখানে অশান্তি সৃষ্টি করতে চেয়ে লাভ হবে না।’
আজ শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া বাজারে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, ‘যাঁরা অশান্তি সৃষ্টি করবেন, তাঁরা সাধারণ মানুষ থেকে, সমাজ থেকে একঘরে হয়ে যাবেন। শুধু একঘরে (আলাদা) না, তাঁদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি পেতে হবে। সম্প্রীতি অটুট রাখতে আমরা একতাবদ্ধ। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
রেলমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, সুন্দর সমাজ গড়তে চাই। আমরা চাই, আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, আমরা আপনাদের সঙ্গেই আছি। আপনাদের সঙ্গে থেকেই আমরা শান্তি নিশ্চিত করব। এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার অঙ্গীকার।’