সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ূন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম ও দলটির বড়চওনা ইউনিয়ন কমিটির সদস্য আবদুল গফুর সরকার হিরু।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই উপজেলার কালিয়া, হাতীবান্ধা, নবগঠিত বড়চওনা ও হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চারটি ইউনিয়নেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। এর মধ্যে হাতীবান্ধা ইউনিয়নে শাহজাহান খান রবিন ও হুমায়ূন আহমেদ দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে বড়চওনা ইউনিয়নেও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল গফুর সরকার হিরু বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ / ১ বিধি মোতাবেক দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য ওই চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে।’