মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বিদ্যালয়ের পুকুর থেকে ইজ্জত আলী (৪৫) নামের এক শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সিংপাড়া বেলতলী গ্রামের জি জে উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত ইজ্জত আলী গাজীপুরের কাশিমপুর রূপায়তলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। সিংপাড়া বেলতলী গ্রামে মৌসুমি শ্রমিকের কাজ করতেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। শ্রীনগর থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি। লাশটির মুখে ও কানে রক্ত ছিল।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পুকুরপাড়–সংলগ্ন জাহাঙ্গীর সিকদারের বাড়ির খোলা বারান্দায় ইজ্জত আলী চার-পাঁচ দিন ধরে রাতে ঘুমাতেন। তিনি মৌসুমি শ্রমিকের কাজ করতেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইজ্জত আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন।