Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিমানের সিটের পকেটে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বিমানের সিটের পকেটে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের ব্যাক পকেট থেকে ৩ কেজি ৮১০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য তিন কোটি টাকার বেশি। এ ঘটনায় মাসকট থেকে আগত হাফিজ হাসান নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে মাসকট থেকে আগত ওয়াম এয়ারলাইনসের ডব্লিউওয়াই-০৩১৭ ফ্লাইটটি সংযুক্ত হওয়ার পর আজ বুধবার বিকেলে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসকট থেকে আগত ওমান এয়ারের একটি বিমানের ৩২/এ সিটের যাত্রী হাফিজ হাসানকে শনাক্ত করা হয়। পরে তাঁর সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচটেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলো গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ৩ কেজি ৮১০ গ্রাম ওজনের ৩২টি বার পাওয়া যায়। ওই সময় যাত্রী হাফিজের দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা। 

প্রদীপ কুমার বলেন, এ ঘটনায় চোরাচালানের অভিযোগে যাত্রী হাফিজের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু