ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী বদলি করা পাঁচজন ওসিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিবালয় থানার ওসি মো. আ. রউফ সরকারকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্যকে সিআইডিতে, হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, সিঙ্গাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে ও সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।