নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিল থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ওমর ফারুক রবিন ও মো. মান্নান। গতকাল রোববার আরামবাগ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন জানান, দুজন ব্যক্তি জাল টাকা নিয়ে মতিঝিলের আরামবাগ পেপার কাটিং দোকানের সামনে অবস্থান করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত আনুমানিক ১০টায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।
রাসেল হোসেন আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিলেন ওমর ফারুক। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরাপুল এলাকা থেকে মান্নানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।