হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আগুন, আহত ২০ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায় । আজ রোববার  সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদরের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীরা জানায় , সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ের আগে পুলিশ লাইনস এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী কাজী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি বাসের সামনের চাকার সামনের অংশে ঢুকে যায় এবং প্রাইভেট কারটিতে আগুন ধরে। তখন আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কারটির চালক ও এক আরোহীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান , এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে বাস এবং প্রাইভেটকার থাকা মোট কতজন যাত্রী আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত বলতে পারছি না। গাড়ি দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩