রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে অরক্ষিত একটি রেলক্রসিং অতিক্রমের সময় একটি ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ও যাত্রী নিহত হন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম খয়ের খাঁ বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি অটোরিকশার চালক না যাত্রী তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন রাজশাহী যাচ্ছিল। একটি ভ্যান কালুখালী উপজেলার সূর্যদিয়া রেলক্রসিংয়ে অতিক্রমের সময় ট্রেনের ধাক্কা খায়। এতে ভ্যানের চালক ও যাত্রী ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
ওসি সোমনাথ বসু বলেন, রেলক্রসিংটি অরক্ষিত ও রেলওয়ের অনুমোদন নেই। এখানে তাই কোনো ব্যারিয়ার ছিল না।