হোম > সারা দেশ > টাঙ্গাইল

পারিবারিক কলহের জেরে বিক্রি করে দেওয়া সেই শিশু উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুরে মা লাবনী আক্তার লিজার কোলে শিশু তামীম। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে বিক্রি করে দেওয়া শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ঘাটাইল উপজেলার ছুনটিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বামীর সঙ্গে কলহের জেরে আট দিন আগে চার মাস বয়সী শিশুসন্তান তামীমকে বিক্রি করে দেন মা লাবনী আক্তার লিজা (১৮)। ঘটনাটি ঘটে মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বিষয়টি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পুন্ডুরা শেওড়াতলা এলাকার রবিউল ইসলামের সঙ্গে দুই বছর আগে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনীর বিয়ে হয়। পরিবারে অসচ্ছলতার কারণে কিছুদিন পর স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর মধ্যে চার মাস আগে তাঁদের ঘরে আসে পুত্রসন্তান তামীম।

রবিউল জানান, কয়েক দিন আগে লাবনী তাঁর ছেলে তামীমকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে যান। পরে যোগাযোগ করা হলে জানান তিনি আর সংসার করবেন না। গতকাল বৃহস্পতিবার তিনি জানান, সন্তান বিক্রি করে দিয়েছেন। পরে তাঁকে কৌশলে বাড়িতে এনে বিষয়টি পুলিশকে জানান রবিউল।

লাবনী বলেন, ‘আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামীমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি। এইডা আমার ভুল হইছে।’

এ ব্যাপারে মধুপুর থানার ওসি এমরানুল বলেন, ‘লাবনী নামের এক মা তাঁর ছেলেকে বিক্রি করেছেন বলে আমাদের জানায় তাঁর স্বামী রবিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত হওয়ার পর লাবনীকে নিয়ে রাতেই পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইলের তিনটি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ভোর সাড়ে ৫টার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। শিশুটি ঘাটাইলের ছুনটিয়া গ্রামে তার পালিত মায়ের কাছে নিরাপদেই ছিল। শিশুটির মা লাবনী ক্রেতার নাম-ঠিকানা না জানায় উদ্ধার অভিযানে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য