হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ধারী দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ডিবি পুলিশের অভিযানে তাঁদের আটক করা হয়। আজ মঙ্গলবার ফরিদপুর ডিবি পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলেন সাবেক সেনাসদস্য (এমওডিসি) মো. আনোয়ার হোসেন বাবু (৫৪) এবং তাঁর ছেলে লিমন বাবু (২৪)। তাঁদের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামে। 

ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিকুল ইসলাম জানান, ডিজিএফআই ফরিদপুর জেলার প্রতিনিধির দেওয়া সূত্র ধরে ফরিদপুর শহরস্থ হাউজিং স্টেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আনোয়ার হোসেন বাবু ও তাঁর ছেলে লিমন বাবুকে আটক করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তাঁদের কাছ থেকে আটটি লাইসেন্সবিহীন ওয়াকিটকি, চাকরি দেওয়ার নাম করে পুলিশ, অ্যাভিয়েশন বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আবেদনকারীদের জীবনবৃত্তান্তের কপি এবং ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর করা একাধিক স্ট্যাম্প, সেনাবাহিনীর ব্যবহৃত পিটি সু, সার্ভিস সু, উক্ত কাজে ব্যবহৃত একাধিক সিম, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন কাগজপত্র এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। 

রাকিকুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন