হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মাকসুদা আক্তার মুক্তা (৩৫)। 

আজ শনিবার বেলা ২টার দিকে খিলগাঁও সি–ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

মৃত মাকসুদার খালাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত গ্রামে। বাবার নাম হারুন ব্যাপারী। বর্তমানে স্বামী কাজী এবাদুজ্জামান ও এক ছেলে এক মেয়েকে নিয়ে খিলগাঁওয়ের ওই বাসায় ভাড়া থাকতেন। স্বামী এবাদুজ্জামানের তালতলা মার্কেটে চশমার ব্যবসা রয়েছে। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালান। দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের বাসায় গিয়ে মাকসুদার মরদেহ দেখতে পাই। তখন বাসায় পুলিশ উপস্থিত ছিল। পরিবার থেকে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়েছে।’ 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের নয়তালা বাসার ছয়তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল। 

এসআই আরও বলেন, ‘মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন