হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পুরানবাজারের ইসলামিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে মাহামুদ সিদ্দিক গতকাল বুধবার সকালে সুপারি বিক্রির জন্য মাদারীপুরে আসেন। পুরানবাজারের বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করে দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য ইসলামিয়া আবাসিক হোটেলে আসেন। তিনি সেখানে একটি কক্ষ ভাড়া নিয়ে বিশ্রাম নেন। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্ষ পরিষ্কার করার জন্য হোটেলের বয় ডাকাডাকি করেন। তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। 

ইসলামিয়া আবাসিক হোটেলের ম্যানেজার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যবসায়ীকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের মরদেহ উদ্ধার করে। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মাহামুদ সিদ্দিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। প্রাথমিকভাবে আমাদের তাই মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন