হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়া নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা আরমিন (৩১) আহমেদকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তিনি সম্প্রতি দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানিয়েছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর সড়কে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা তাকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে কে বা কারা হামলা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

তবে স্বজনদের ধারণা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে। কমিটি গঠনের পর প্রতিবাদ করে দুধ দিয়ে গোসল করার পর তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন অনেকেই। 

আরমিন আহমেদ পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি। তিনি পাকুন্দিয়া পৌর এলাকার বড়বাড়ির মৃত গোলাপ মিয়ার ছেলে। গত ৫ অক্টোবর পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরমিনকে ১ নম্বর সহসভাপতি করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরদিন রাতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি। 

আরমিনের ভাগ্নে নাইমুল ইসলাম রনি জানান, গতকাল রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার বন্ধুকে নিয়ে পাকুন্দিয়ার থানাঘাট এলাকায় একটি হোটেলে খেতে গিয়েছিলেন তাঁর মামা আরমিন। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছামাত্র দুটি মাইক্রোবাস তাঁদের থামায়। এরপর ১৫ থেকে ২০ জন যুবক গিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

সঙ্গে থাকা অন্যরা দৌড়ে আত্মরক্ষা করতে পারলেও পড়ে যান আরমিন। তখন হামলাকারীদের একজন চাপাতি দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। অন্যরা হকিস্টিক দিয়ে পিটিয়ে চলে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭