হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ছুরিকাঘাতে আহত গৃহবধূ বিথী আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর স্বামী। 

গতকাল সোমবার বেলা ৩টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান বিথী। এ ঘটনায় প্রতিবেশী জীবন বাড্ডা থানায় আটক আছেন। 

নিহত বিথীর বড় ভাই ইয়াছিন মিয়া জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইশাপুর গ্রামে। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার পাগার বটতলা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন বিথী। কমল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। 

ইয়াছিন মিয়া অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যার দিকে জানতে পারি আমার বোন বিথীকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাঁর স্বামী কমল ছুরিকাঘাত করেছে। তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই। তবে স্বামী কমল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ সময় তাদের প্রতিবেশী জীবনকে হাসপাতালে দেখতে পাই। পরে পুলিশ জীবন থানায় ধরে নিয়ে যায়।’ 

ইয়াছিন আরও বলেন, ‘বিথী স্বামী-সন্তান নিয়ে আগে বাড্ডা এলাকায় থাকত। তিন মাস ধরে টঙ্গি থাকে। গতকাল বিথীকে টঙ্গি থেকে বাড্ডায় এনে ছুরিকাঘাত করে। পরে নিজেই ঢাকা মেডিকেল নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসককে জানায় অ্যাক্সিডেন্ট করেছে। ভর্তি খাতায় অ্যাক্সিডেন্ট উল্লেখ করে। পরে কমল তার প্রতিবেশী জীবনকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।’ 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, পারিবারিক কলহের জেরে গতকাল কমল তাঁর স্ত্রী বিথীর ডান পাঁজরে ছুরিকাঘাত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর কমল পালিয়ে গেছে। তবে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য