হোম > সারা দেশ > ঢাকা

ধামরাই পৌরসভার সাবেক মেয়র নাজিমের চার বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাজিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নাজিম উদ্দিনকে কারাদণ্ড দেন।’

দুদক আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ডও দেন আদালত। এ ছাড়া অসাধু উপায়ে অর্জিত সব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে নাজিম উদ্দিনকে। উক্ত টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

জ্ঞান আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে এই মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। আদালতে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দেন।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা