হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ধানখেতের আইলে পড়ে ছিল নারীর মরদেহ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে ধানখেতের আইল থেকে অঞ্জনা বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাঠুরী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

অঞ্জনা বেগম (৪২) বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। 

অঞ্জনা বেগমের ছেলের বউ প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার সকাল ৮টার দিকে খবর পান কাঠুরী গ্রামের একটি ধানখেতের আইলে এক নারীর লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তাঁর শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছেন। 

নিহতের স্বামী মো. নজরুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের জন্য বাইরে চলে যাই। বাড়ি ফিরে এসে ছেলেবউদের কাছে তাদের শাশুড়ি কোথায় গেছে জানতে চাইলে বলে বাপের বাড়ি গেছে। সকালে খবর পাই ধানখেতে পড়ে আছে।’

নিহত ওই নারীর বাবা গনি মিয়া বলেন, ‘আমার মেয়ে কাল বাড়িতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।’ 

স্থানীয় বাসিন্দা বাহাদুর মিয়া বলেন, ‘সকাল ৭টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিনঘরে যাওয়ার সময় খেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’ 

নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন