নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। প্রথমে কারণ না বললেও এখন কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ ছিল মেট্রোরেল।
আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিদ্যুৎ-সংযোগের সমস্যার কারণে একটি অংশ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে যায়। সে অবস্থায় ঝুঁকি বিবেচনায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে সোয়া ৮টার দিকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি।